
বাগান করতে কে না পছন্দ করে, কিন্তু বাগান করতে গিয়ে হয় বিপত্তি। মশা মাছি আর নানান পোকার উপদ্রব দেখা যায়৷ পোকা তাড়াতে রাসায়নিক পোকানাশক ব্যবহার করে থাকেন অনেকে। চিন্তার কিছু নেই, আজ এমন কিছু ফুল গাছের নাম বলবো যা বাগানের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি, বাগানের পোকামাকড় বিদায় করবে-
গাঁদা ফুলঃ গাঁদার তিব্র গন্ধ এফিড ও মশার জন্য কীটনাশক। গাঁদার শিকড় নেমাটোড প্রতিহত করার জন্য সুপরিচিত। বাগানের চারপাশে গাঁদাফুল লাগান, এতে বাগানের সৌন্দর্য বাড়ার সাথে সাথে পোকার উপদ্রব কমবে।
চন্দ্রমল্লিকাঃ চন্দ্রমল্লিকা ফুল পিঁপড়া, সিলভারফিশ, বেডবাগ, স্পাইডার মাইটস, হারলেকুইন বাগ এবং রুট-নট নেমাটোডকে প্রতিহত করে। আপনার বাগানে চন্দ্রমল্লিকা রোপণ করে, তাদের প্রাকৃতিক পাইরেথ্রাম উপাদানের মাধ্যমে কীটপতঙ্গ-প্রতিরোধকারী সুবিধা পেতে পারেন।
পুদিনা পাতাঃ পুদিনা পাতা মশা তাড়ায়। পুদিনা মাটির পরিবর্তে পাত্রের মধ্যে সবচেয়ে ভালো জন্মে। বাগানে বা আঙ্গিনায় টবে পুদিনা লাগালে তা কাছাকাছি গাছপালাকে পোকামাকড় মুক্ত রাখতে সহায়তা করবে।
পেটুনিয়াঃ পেটুনিয়াকে প্রকৃতির কীটনাশক বলে মনে করা হয়। উজ্জ্বল রঙের জন্য এদের জনপ্রিয়তা রয়েছে। পেটুনিয়া এফিড, টমেটো হর্নওয়ার্মস, অ্যাসপারাগাস বিটল, লিফ হপার এবং স্কোয়াশ বাগের জন্য প্রতিষেধক হিসাবে কাজ করে। শাকসবজি যেমন মটরশুটি, টমেটো, মরিচ এবং তুলসীর কাছাকাছি রোদযুক্ত অঞ্চলে এই ফুল গাছ রোপণ করুন।
অলিয়ামঃ শাকসবজি বাগানগুলিকে জর্জরিত অসংখ্য পোকামাকড়কে প্রতিহত করে, যার মধ্যে এফিড, গাজরের মাছি এবং বাঁধাকপির কীট অন্যতম।
জেরানিয়াম ফুলঃ মশা দমনের জন্য অধিক পরিচিত। মশা ছাড়াও পাতায় আক্রমনকারী কিছু পোকা হতে বাগানকে প্রতিহত করে।
Leave a Reply
You must be logged in to post a comment.