অফিস ডেস্কের সৌন্দর্যবর্ধন করবে সাকুলেন্ট

সাকুলেন্ট হলো একধরনের অর্নামেন্টাল প্ল্যান্ট যার পাতাগুলো বেশ পুরু। পাতার পুরুত্ব ও সৌন্দর্যের জন্যই সাকুলেন্ট এত জনপ্রিয়। এর পাতা পানি ধরে রাখে বলে এরা খরা সহনশীল। অফিসের ডেস্কে রাখার জন্য সবচেয়ে জনপ্রিয়, কেননা ঘরোয়া পরিবেশেও এরা সহজে অভিযোজিত হতে পারে এবং সৌন্দর্য বর্ধনে বিশেষ ভূমিকা রাখে।  

সাকুলেন্টের প্রকারভেদ

পানি ধরে রাখে ও পুরু পাতা বিশিষ্ট সকল অর্নামেন্টাল প্ল্যান্টকে এককথায় সাকুলেন্ট বলা যায়। যেমন- ক্যাকটাস, লিথপস , জেড প্ল্যান্ট ইত্যাদি। সাকুলেন্টের বিভিন্ন প্রজাতি এবং জাত রয়েছে। সবচেয়ে জনপ্রিয় কিছু সাকুলেন্ট যা ইনডোর প্ল্যান্ট হিসেবে জনপ্রিয়-

  • জেড প্ল্যান্ট
  • স্নেক প্ল্যান্ট
  • এলোভেরা
  • ক্যাকটাস
  • স্ট্রিং অফ বানানা
  • স্ট্রিং অফ পার্লস
  • লিথপস
  • হাওয়ার্থিয়া
  • সিডাম সাকুলেন্ট

সাকুলেন্টের জন্য উপযুক্ত পরিবেশ

আলো

বেশিরভাগ সাকুলেন্ট সরাসরি সূর্যালোক পছন্দ করে,  তবে আপনার ঘরের ছায়াযুক্ত কোণে কম আলো-সহনশীল  সাকুলেন্ট রাখতে পারেন। খুব কড়া রোদ অনেক সময়ে পাতার রং নষ্ট করে দেয়। আলো-বাতাস পূর্ণ, কিন্তু অল্প ছায়াযুক্ত জায়গাই সাকুলেন্টের জন্য একেবারে উপযুক্ত।

মাটি

মাটি আলগা ও ঝু্রঝুরে থাকা দরকার। তাই মাটি-বালি-পাথরের মিশ্রণ মিডিয়া হিসেবে ব্যবহার করা উচিত।

প্রয়োজনীয় পানি

সামান্য ভেজা ভেজা মাটি সাকুলেন্টের জন্য আদর্শ। তাই রোজ পানি না দিয়ে কয়েক দিন অন্তর পানি দিন। ঘরে গাছ রাখলে টব থেকে পানি বের হবার ব্যবস্থা না থাকলে খুব সাবধানে অল্প পানি দিন। সরাসরি মাটিতে পানি দিবেন, পাতার উপর যেনো না পরে সেদিকে খেয়াল রাখবেন।

বেশি পানি সাকুলেন্টের জন্য খুবই ক্ষতিকর। তাই অন্যান্য গাছের তুলনায় যথাসম্ভব কম পানি দিতে হবে।

সার প্রয়োগ

টবের মাটি ৬ মাসে একবার পরিবর্তন করে দিন। মাটি পরিবর্তনের সময় জৈব সার প্রয়োগ করতে পারেন ।

এসময়ের  ট্রেন্ডি ইনডোর প্ল্যান্ট সাকুলেন্ট বিশেষ করে অফিস ডেস্ক বা যেকোন প্রফেশনাল ডেস্কে বেশ মানিয়ে যায় যে কোনো ইনডোর সাকুলেন্ট

  • সাকুলেন্টের জন্য পর্যাপ্ত আলো নিশ্চিত করুন

সাকুলেন্ট আলো পছন্দ করে এবং ধরণ ভেদে প্রতিদিন প্রায় ছয় ঘন্টা সূর্যের প্রয়োজন হয়। নতুন রোপিত সাকুলেন্ট সরাসরি সূর্যের আলোতে জ্বলে যেতে পারে, তাই আপনাকে ধীরে ধীরে তাদের সম্পূর্ণ সূর্যের সংস্পর্শে আনতে হবে ।

  •  সাকুলেন্টের অবস্থান পরিবর্তন

সাকুলেন্টরা সরাসরি সূর্য পছন্দ করে, কিন্তু যদি  দিনের পর দিন একই ঠিক জায়গায় থাকে, তবে সম্ভবত একটি দিকই যথেষ্ট আলো পাচ্ছে। সাকুলেন্ট সূর্যের দিকে ঝুঁকবে, তাই তাদের এদিক ওদিক ঘুরিয়ে রাখলে  সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করবে। ঝুঁকে থাকাও একটি লক্ষণ হতে পারে যে তাদের একটি রোদপূর্ণ স্থানে রাখতে হবে।

  • মৌসুম বুঝে পানি প্রয়োগ করুন

বসন্ত এবং গ্রীষ্মকালে, অনেক বেশি পানি পেয়ে সমৃদ্ধ হয় এবং শরৎকালে এবং শীতকালে বিশ্রাম করে। অতিরিক্ত পানি আপনার সাকুলেন্টকে মেরে ফেলতে পারে। তাই মৌসুম বুঝে পানি দিন।

  • সরাসরি মাটিতে সেচ  দিন

যখন আপনি আপনার সাকুলেন্টকে পানি দিবেন, ততখন পর্যন্ত পানি দিন যতক্ষণ না পানি নিষ্কাশনের ছিদ্র থেকে বেরিয়ে যায়। যদি আপনার পাত্রে নিষ্কাশনের ছিদ্র না থাকে তবে কম পানি ব্যবহার করুন।

  • সাকুলেন্ট পরিষ্কার রাখুন

আপনার  সাকুলেন্ট উদ্ভিদগুলোর পৃষ্ঠে ধুলো জমতে পারে  , যা তাদের বৃদ্ধি রোধ করতে পারে। একটি স্যাঁতসেঁতে কাপড় দিয়ে আলতো করে পাতা এবং কাঁটাগুলি মুছুন। (নরম পেইন্ট ব্রাশ ব্যবহার করতে পারেন।

  • ছিদ্রযুক্ত পাত্র বা টব নির্বাচন করুন

জলাবদ্ধ মাটি পছন্দ করে না, তাই পচন রোধে নিষ্কাশন গুরুত্বপূর্ণ। আপনার পাত্রে অতিরিক্ত জল বেরিয়ে যাওয়ার জন্য একটি ছিদ্র থাকা উচিত। টেরা-কোটার পাত্রগুলো আদর্শ।

  • সঠিক মাটিতে সাকুলেন্ট লাগান

সাকুলেন্টের এমন মাটির প্রয়োজন যা নিষ্কাশন করে। ক্যাকটাসের মাটি চয়ন করুন বা পাত্রের মাটি বালি, পিউমিস বা পার্লাইটের সাথে মিশ্রিত করুন। সাকুলেন্টের  শিকড় খুব ভঙ্গুর তাই প্রতিস্থাপন করার সময় সতর্ক হন।

কাণ্ড অনেক বড় হয়ে গেলে উপর থেকে কয়েক সেন্টিমিটার কেটে, সেই অংশটি পুনরায় নতুন টবে লাগান , এতে গাছের সৌন্দর্য বজায় থাকে।