
সবজি বাগানে বিশেষ করে টমেটো গাছে ব্যাক্টেরিয়াজনিত ঢলে পড়া রোগ দেখা দেয়। এ রোগের আক্রমনে প্রথমে গাছের উপরের দিকের কিছু পাতা নেতিয়ে পড়ে, দু একদিনের মধ্যে পুরো গাছ ঢলে পড়ে ও মারা যায়।
জোড়কলম পদ্ধতিতে প্রতিকারঃ
টমেটো গাছের ঢলে পড়া রোগ থেকে গাছকে বাঁচাতে কাঁটা বেগুন গাছের সাথে জোড়কলম করতে হবে । এই পদ্ধতিতে ব্যাকটেরিয়াল উইল্ট বা ঢলে পড়া রোগ প্রতিকার করা সম্ভব। জোড়কলমের ধাপসমূহ-
- কাঁটাবেগুনের বীজ লাগিয়ে চারা তৈরি করুন।
- একইভাবে কাঁটাবেগুনের বীজ লাগানোর ১০ দিন পর টমেটোর বীজ লাগিয়ে চারা তৈরি করে নিন।
- ২০-২৫ দিন বয়সী কাঁটাবেগুনের চারা নিয়ে তার উপরের অংশ কেটে , নিচের অংশ রেখে তাতে ১৫ দিন বয়সী টমেটো চারা্র উপরের অংশ জোড়কলম পদ্ধতিতে একত্রে জোড় দিয়ে পলিথিন স্ট্রাইপ বা ক্লিপ দিয়ে বেধে দিন।
- জোড়কলম করা চারাটি ৩-৪ দিন ছায়াযুক্ত স্থানে রেখে দিন।
- চারা সতেজ সবল হয়ে বাড়তে শুরু করলে টবে বা ফিল্ডে প্রতিস্থাপন করুন।
কাঁটাবেগুন রোগজীবানু সহনশীল একটি গাছ , তাই জোড়কলম করে সুস্থ সবল ও রোগমুক্ত চারা তৈরি করে তা থেকে অধিক ফলন পাওয়া সম্ভব।
Leave a Reply
You must be logged in to post a comment.